কলকাতায় এই প্রথম সুসজ্জিত শান্তা ট্রাম


শনিবার,২৫/১২/২০২১
963

বিশেষ শিশুদের নিয়ে ও পথ শিশুদের নিয়ে ভ্রমণ করল বিশেষ ট্রাম। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত শহর পরিভ্রমণ করে। আয়োজক সুমিত সাহা বললেন: আজকে ট্রামে করে মানসিক প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা ও ফুটপাত শিশুদের নিয়ে তাদেরকে নিয়ে কলকাতা শহর ভ্রমণ করা হয়। কলকাতায় এই প্রথম । স্পেশাল বাচ্চারা ট্রাম রাইড করছে। আজ সারা দিনটা আনন্দে মাতলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট