কেরালায় ওমিক্রন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল সেখানে পৌঁছেছে। একজন নোডাল অফিসার সহ চার সদস্যের দলটি ৫ দিন ধরে পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রের কাছে প্রাত্যহিক রিপোর্ট জমা দেবে। এদিকে, রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্য সরকার আগামী ৩০ শে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত রাত ১০ টা থেকে ভোর ৫টা অবধি রাত্রিকালীন কার্ফু জারী করতে চলেছে। নববর্ষ-এর উদযাপন অনুষ্ঠানেও বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। কর্ণাটকেও আজ থেকে ১০ দিনের জন্য শুরু হচ্ছে নৈশ কার্ফু।
Covid Update: কেরালায় ওমিক্রন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল
মঙ্গলবার,২৮/১২/২০২১
308

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: