করোনা সংক্রমণ-এর ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দিল্লীতে গতরাত থেকে নৈশকালীন কার্ফু জারী করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু বলবত থাকবে। যদিও কার্ফু চলাকালীন আন্তঃরাজ্য পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ই-পাস দেখানো বাধ্যতামূলক নয়। বিমানবন্দর, রেল বা বাস যাত্রীদের বৈধ টিকিট দেখালে ছাড় দেওয়া হবে। মিডিয়ার ব্যক্তিদেরও কার্ফুর আওতা থেকে বাদ রাখা হয়েছে।
Covid Update: দিল্লীতে গতরাত থেকে নৈশকালীন কার্ফু জারী
মঙ্গলবার,২৮/১২/২০২১
458