করোনা বিধি মেনেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে


মঙ্গলবার,০৪/০১/২০২২
3209

করোনা বিধি মেনেই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে। ৭ জানুয়ারি নেতাজি ইন্ডোরের বদলে নবান্ন সভাগৃহ থেকে এবছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করা হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ৮ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সবমিলিয়ে ১৬০টি ছবির ২০০টি শো আয়োজন করা হয়েছে। কোভিড বিধি মেনে সিনেমাহলে ৫০ শতাংশ দর্শকসংখ্যা নিয়েই চলবে উৎসব। এবছরের উদ্বোধনী ছবি সত্যজিত রায়ের ‘অরন্যের দিনরাত্রি’।কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে আজ অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন,’এবছর চলচ্চিত্র উৎসব আয়তনে বাড়ানো হবে ভাবা হয়েছিল কিন্তু কোভিডের কথা মাথায় রেখেই তা করা যাচ্ছে না। এবারও সিনেমার সংখ্যা কম কিন্তু গুণমানে তা কোন অংশে কম নয়।’করোনা সংক্রমণের জন্য দিল্লিতে সিনেমা হল ইতিমধ্যে বন্ধ হয়েছে পাশাপাশি মুম্বইয়ে জারি হয়েছে ১৪৪ ধারা।কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা যার জেরেই পরিবর্তিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ এর পরিকল্পনা।আগামী ১৪ জানুয়ারী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট