Covid News: নরমে গরমে কোভিড মোকাবিলায় রাস্তায় পুলিশ


বুধবার,০৫/০১/২০২২
748

বাড়ছে আক্রান্তের সংখ্যা। জনগণকে বারবার সাবধান ও সচেতন হওয়ার কথা বলছে সরকার। লাগু হয়েছে একাধিক বিধিনিষেধ। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। চিকিৎসক ও বিশেষজ্ঞরাও একই কথা বলছেন বারেবারে। তারপরও একাংশ মানুষের অসচেতনতা ও অবিবেচনা ডেকে আনছে বিপদ। বাধ্য হয়ে কলকাতা পুলিশকে ধরপাকড় শুরু করতে হয়েছে। নিতে হচ্ছে কড়া ব্যাবস্থা।কখনও মাইকিং করে পথচারী ও ব্যাবসায়ীদের সচেতনতার বার্তা, কখনও মাস্ক বিলি আবার বাধ্য হয়ে ধরপাকড় – নরমে গরমে কোভিড মোকাবিলায় রাস্তায় উর্দিধারি পুলিশ। তৎপর পুরসভাও। কলকাতা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ জনগণকে সচেতন করার কাজে নেমে পড়েছে। পাশাপাশি বাজার স্যানিটাইজের কাজও চলছে পুরোদমে। দিনভর কোভিড মোকাবিলায় প্রশাসনের এমনই তৎপরতার ছবিই ধরা পড়ল। সরকারি বিধি নিষেধ তো আছেই। আছে আইনি কড়াকড়িও। সেইসঙ্গে প্রয়োজন প্রত্যেকটি মানুষের সচেতনতা। এই কোভিড মহামারি থেকে নিজেকে রক্ষা, অপরকে রক্ষা করাই লক্ষ্য হওয়া প্রয়োজন প্রত্যেকের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট