আগামী দুমাস অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা আসনের কোথাও রাজনৈতিক সভা বা ধর্মীয় জমায়েত করা যাবে না। বড় পুজা বা ধর্মীয় জমায়েত করা যাবে না। বাজার ও জনবহুল এলাকায় ডবল মাস্ক পরতে হবে ক্রেতা বা বিক্রেতাদের। আগামী ৭ দিন প্রচার চলবে। এরপর আইন না মানলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় কন্ট্রোলরুম খোলা হবে। ডক্টর অন হুইলসের ব্যবস্থা করা হবে।আজ দক্ষিণ ২৪ পরগনার আলিপুরে কোভিড ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। আপাতত ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় হলেও আগামী দিনে পুরো জেলায় বলবত হবে বলে জানান অভিষেক। সাগরমেলার আয়োজন প্রসঙ্গে বিষয়টি আদালতের নির্দেশ মেনে চলা উচিত বলে অভিষেক জানান।
কোথাও রাজনৈতিক সভা বা ধর্মীয় জমায়েত করা যাবে না
শনিবার,০৮/০১/২০২২
833

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: