দ্বিতীয় ডোজ পাওয়ার, নয় মাস বা ৩৯ সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে


সোমবার,১০/০১/২০২২
489

স্বাস্থ্যকর্মী, সামনের সারির করোনা যোদ্ধা এবং কোমর্বিডিটি যুক্ত ষাটোর্ধ ব্যক্তিদের করোনা টীকার বুস্টার ডোজ দেবার কাজ আজ থেকে শুরু হচ্ছে। বুস্টার ডোজের জন্য নতুন ক’রে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই বলে কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে। দুই ডোজ পেয়েছেন এমন সকলেই স্লট বুক করে বা সরাসরি টিকাপ্রদান কেন্দ্রে গিয়ে ভ্যাক্সিন নিতে পারবেন। তবে দ্বিতীয় ডোজ পাওয়ার, নয় মাস বা ৩৯ সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানানো হয়েছে। সরকারি সমস্ত টিকাকরণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন ডোজ মিলবে। গত শনিবার থেকে অনলাইনে নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদেরও সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে আজ থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। উল্লেখ্য, প্রথম দুটি ডোজের ভ্যাক্সিনই অতিরিক্ত ডোজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ কেউ যদি প্রথম দুই ডোজ কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়ে থাকেন সেক্ষেত্রেও বুস্টার ডোজ হিসাবে সেই একই ভ্যাকসিন নিতে হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট