পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘির কুলডিহা ফুটবল ময়দানে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের অষ্টম জঙ্গলমহল উৎসব। উৎসবের সূচনা করেন, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়ি , পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি দেবুটুডু সহ প্রশাসনের আধিকারিক এবং বিশিষ্ট জনেরা। কোভিড বিধি মেনে সকলকে মেলায় প্রবেশ করানো হয়। মেলায় পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল রয়েছে।
আজ থেকে শুরু হয়েছে তিন দিনের অষ্টম জঙ্গলমহল উৎসব
মঙ্গলবার,১৮/০১/২০২২
944

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: