ভয়াবহ আগুনে ভস্মীভূত ইলামবাজার ব্লকের দেলোয়ারা গ্রামে বেশ কয়েকটি বাড়ি। প্রথমত শেখ হেরেসতুল্লা ওরফে কাল বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লাগে এই ভয়াবহ আগুনের সামনাসামনি কোন ব্যক্তি যেতে পারেনি ফলে আরো কয়েকটি বাড়িতে এই আগুন ছড়িয়ে পড়ে। ততক্ষণে বোলপুর ফায়ার ব্রিগেডের খবর দিলে সেখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আয়ত্ত আনে। কালুর বাড়ি পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায়।
Auto Amazon Links: No products found.