পুরুলিয়া জেলায় দ্বিতীয় দফায় আবার জাঁকিয়ে শীত। জেলা কৃষি দফতর সূত্রে জানা গেছে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝে কয়েকদিন আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। গত পরশু থেকেই আবার শীত ভালো রকমের পড়তে শুরু করে। কৃষি দফতর সূত্রে আরও জানা গেছে গত চার’দিন পাঁচ’ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে পুরুলিয়ায়।
পুরুলিয়া জেলায় দ্বিতীয় দফায় আবার জাঁকিয়ে শীত
বৃহস্পতিবার,২০/০১/২০২২
946

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: