সুরক্ষাবাহিনীর তৎপরতায় উদ্ধার হল ২২৭টি দেশি টিয়াপাখি


মঙ্গলবার,২৫/০১/২০২২
1178

বর্ধমান স্টেশনে আজ দানাপুর এক্সপ্রেস থেকে রেল সুরক্ষাবাহিনীর তৎপরতায় উদ্ধার হল ২২৭টি দেশি টিয়াপাখি। পাচারে যুক্ত থাকার অভিযোগে একবাল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি বর্ধমান শহরের আলু ডাঙ্গা এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, দুটি খাঁচায় টিয়াগুলিকে ট্রেনের সাধারণ বগিতে সীটের নীচে প্ল্যাস্টিকের থলিতে রাখা ছিল। তল্লাসির সময় সন্দেহ হওয়ায় থলি থেকে খাঁচা ভর্তি টিয়া পাখিগুলি উদ্ধার হয়। টিয়া পাখিগুলি পাটনা থেকে বিক্রি জন্য নিয়ে আসা হচ্ছিল। উদ্ধার হওয়া টিয়াগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট