নদীয়ার রানাঘাটের আজ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান সহ গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎই সেন মার্কেট থেকে ধোঁয়া বের হতে দেখে পাশেই শহরের ব্যস্ততম রাস্তায় আতঙ্কে মানুষজন ছোটা ছুটি শুরু করে। মার্কেটের মধ্যেথেকে মানুষ জন বেড়িয়ে পড়তে থাকে। পরে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। অবশেষে ঘন্টা তিনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রানাঘাট পৌরসভার প্রশাসক কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরো কর্মী, স্থানীয় ব্যবসাদার এবং দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করে। আগুন নেভাতে গিয়ে পুরসভার একজন কর্মী ও দমকলের একজন কর্মী আহত হয়েছে।
Auto Amazon Links: No products found.