রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের আগে শনিবার চার পুরনিগমের নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে নিরাপত্তার ‘চক্রব্যূহ’ গড়েছে কমিশন। প্রত্যেকটি বুথই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক বুথেই থাকছে সশস্ত্র পুলিশ। শনিবার রাজ্যের ৪ পুর নিগমের নির্বাচন। বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি – এই চার পুরনিগমের সব কটি ওয়ার্ডকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই চারটি পুর নিগমের মধ্যে সবচেয়ে বড় আসানসোল। মোট ওয়ার্ড সংখ্যা ১০৬ টি। শিলিগুড়ি পুরসভায় মোট ওয়ার্ড ৪৭টি, কলকাতা লাগোয়া বিধাননগর পুরসভার মোট ওয়ার্ড ৪১ টি। চন্দননগরে রয়েছে ৩৩ টি ওয়ার্ড।
চার পুরনিগমে মোট ওয়ার্ড ২১৭ টি
মোট বুথের সংখ্যা ২ হাজার ১৩৮ টি
মোট ভোটার ১৯ লক্ষ ৩৬ হাজার ৪৬২ জন
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে সিসিটিভির নজরদারি। এই চার পুর নিগমের নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে কমিশন। প্রত্যেকটি পুর নিগমের জন্য ৪ জন সাধারণ পর্যবেক্ষক ও একজন বিশেষ পর্যবেক্ষক রাখা হচ্ছে। নির্বাচনের দিন প্রতিটি বুথে থাকবে সশস্ত্র পুলিশ অন্তত একজন করে এএসআই পদমর্যাদার অফিসার মোট ৯ হাজার পুলিশ মোতায়েন করা হবে এর মধ্যে সশস্ত্র পুলিশ ৫ হাজার ৫৫৭ জন বুথ প্রহরায় থাকবে ৮৫০০ পুলিশ ৫০০পুলিশকর্মী থাকবেন টহলদারিতে
চার পুর নিগমের নির্বাচনে বহিরাগতদের উপর বিশেষ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের পক্ষ থেকে। নির্বাচনে বহিরাগতদের দাপট নিয়ে যাতে শাসক বা বিরোধী কোনো পক্ষই কোন অভিযোগ করতে না পারে সে বিষয়ে সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। চার পুরনিগম এলাকায় সমস্ত গেস্টহাউস, লজ, কমিউনিটি হলগুলির উপর বিশেষ নজরদারি ৭৭ টি দল গড়ে নাকা চেকিং সেন্টার
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন। বলা যায় মিনি বিধানসভা। তার আগে চার পুরনিগমের নির্বাচন শনিবার বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির বাসিন্দারা প্রয়োগ করবেন তাদের গণতান্ত্রিক অধিকার। রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করে মিনি বিধানসভার প্রস্তুতি সেরে নিতে প্রস্তুত।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More