ISL এর ম্যাচে আজ ATK মোহনবাগান


মঙ্গলবার,১৫/০২/২০২২
113

গোয়ার বাম্বোলিমের GMC স্টেডিয়ামে ISL এর ম্যাচে আজ ATK মোহনবাগান, FC গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ATK মোহনবাগান লিগ তালিকার দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে, ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে FC গোয়া আছে নবম স্থানে।
গতকাল তিলক ময়দানে কেরালা ব্লাস্টার্স ১-০ গোলে SC ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। গোল করেছেন এনেস সিপোভিচ। কেরালা ব্লাস্টার্স ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন’নম্বর স্থানে পৌঁছেছে।

Loading...

Weather Data Source: Weather Kolkata

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট