বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত প্রয়াত


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
382

বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত প্রয়াত। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২৩শে জানুয়ারি কলকাতার একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি দুপুর একটা ৫৪ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০বছর। সত্তরের দশকের কৃতি এই ফুটবলার মোহনবাগানে পাঁচ ,ইস্টবেঙ্গলে ছয় এবং ,মহামেডান স্পোর্টিং এ এক বছর খেলেছেন। এ ছাড়া খিদিরপুর ও জর্জ টেলিগ্রাম তিনি খেলেছেন। ১৯৭৫ থেকে ৭৯পর্যন্ত তিনি সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৭৪ সালে তেহেরান এশিয়ান গেমস, মারডেকা কাপ, ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন। ক্লাব, রাজ্য এবং জাতীয় পর্যায়ে তিনি মোট ১৮১ টি গোল করেছেন। সুরজিৎ সেনগুপ্তর মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট