লুঠের টাকায় প্রেমিকাকে অত্যাধুনিক মডেলের আইফোন উপহার


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
5595

লুঠের টাকায় প্রেমিকাকে অত্যাধুনিক মডেলের আইফোন উপহার ডাকাত প্রমিকের। যে আইফোনের মূল্য দেড় লক্ষ টাকা। হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশের জালে ধরা পড়েছে কুখ্যাত দুষ্কৃতী ভিকি। আর তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য। ডাকাতির তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে সম্প্রতি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। চলতি মাসের ৮ ফেব্রুয়ারি একটি লোহার দোকান ও গোডাউনের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে প্রায় কোটি টাকা লুঠ করে পালায় দুস্কৃতিরা। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি। পুলিশ তদন্তে জানতে পারে অভিযুক্ত ওই কুখ্যাত দুষ্কৃতী তার লুঠের টাকায় প্রিয়তমা বান্ধবী মহিমাকে উপহার দিয়েছিল দেড় লক্ষ টাকা দামের আই ফোন। উত্তর প্রদেশের বাসিন্দা মহিমা সিং পেশায় বার ড্যান্সার। প্রেমিকাকে চমক দিতেই ভিকি অত্যাধুনিক মডেলের মূল্যবান একটি আইফোন মহিমাকে উপহার দেয় বলে পুলিশি জেরায় জানিয়েছে সে। শুধু তাই নয়, মহিমার মা’কেও ফ্ল্যাট কেনার জন্য সাড়ে চার লক্ষ টাকা অন লাইনে পাঠায়। চাঞ্চল্যকর এইসব তথ্য উঠে এসেছে ব্যাঁটরা থানার পুলিশের হাতে। পুলিশি জেরায় ভিকি জানিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা হলেও কলকাতার পানশালায় নিয়মিত অনুষ্ঠান করে মহিমা। সেই সূত্রেই ভিকির সাথে আলাপ। তদন্তে নেমে মূলত সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতিদের সনাক্ত করে তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে উঠে আসে কালো টাকা সাদা করার জন্য বরাত দেওয়া হয়েছিলো এজেন্টদের।এরাই দুস্কৃতিদের সুপারী দিয়ে ডাকাতির ছক কষে কোটি টাকা লুঠ করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট