সল্টলেকের সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা


শুক্রবার,১৮/০২/২০২২
872

সল্টলেকের সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের ১৬ জন, বিধান নগর সাইবার থানার পুলিশের হাতে ধরা পড়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই অফিসে রাত থেকে সকাল পর্যন্ত তল্লাশি চালানো হয়। এরা বিদেশী নাগরিকদের প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ভার্চুয়াল মুদ্রায় লক্ষ লক্ষ টাকা প্রতারণা করতো। বাজেয়াপ্ত করা হয়েছে ৩৬টি কম্পিউটার, একটি আইম্যাক, একটি’টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল, চার’টি রাউটার, দু’টি সুইচ পোর্ট, ৩৩ টি ডেবিট কার্ড এবং প্যান কার্ড, কাস্টমার ডেটালিষ্ট সহ অনেক নথিপত্র ও নগদ এক’লক্ষ ২৬ হাজার টাকা। ভুয়ো কল সেন্টারটির চার কর্ণধারের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধৃতদের মধ্যে একজন বিহারের, বাকিরা এ রাজ্যের বাসিন্দা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট