দেশে কোভিড টিকাকরণ, ১৭৫ কোটি তিন লক্ষ ছাড়িয়েছে


শনিবার,১৯/০২/২০২২
430

দেশে কোভিড টিকাকরণ, ১৭৫ কোটি তিন লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে ৯৬ কোটি ২০ লক্ষের বেশি প্রথম ডোজ, ৭৭ কোটি চার লক্ষের বেশি দ্বিতীয় ডোজ। বুস্টার ডোজ পেয়েছেন, ১ কোটি ৭৭ লক্ষের বেশি। ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে ৫ কোটি ৪৪ লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

দেশে করোনা সংক্রমণ গতকালের চেয়ে ১৪ শতাংশ কমে হয়েছে ২২হাজার ২৭০।এই সময়ে সুস্থ হয়েছেন ৬০ হাজার ২৯৮জন। জাতীয় আরোগ্যের হার ৯৮ দশমিক ২/১ শতাংশ। দৈনিক সংক্রমণ হার ১ দশমিক ৮/০ এবং সাপ্তাহিক সংক্রমণ হার ২দশমিক ৫/০ শতাংশ।মৃত্যু হয়েছে ৩শো ২৫জনের।দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ২লক্ষ ৫৩ হাজার ৭শো ৩৯।মোট আক্রান্তের যা শূন্য দশমিক ৫/৯ শতাংশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট