অর্থ তছরূপ সহ একাধিক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কুখ্যাত অপরাধী দায়ুদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে। গতকাল তাকে থানে জেল থেকে ইডি গ্রেপ্তার করে। কাসকার বিভিন্ন বলিউড অভিনেতা অভিনেত্রী এবং ব্যবসায়ীদের কাছ থেকে দাউদ ইব্রাহিমের পরিচয় কাজে লাগিয়ে টাকা তুলত বলে অভিযোগ। এর আগে, ইডি দাউদের মৃত বোন হাসিনা পার্কারের বাড়ি সহ মুম্বাইয়ের ১০ টি এলাকায় তল্লাশি চালায়।
দায়ুদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত হেফাজতে
শনিবার,১৯/০২/২০২২
325

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: