বিরোধীরা আগের ভোট গুলোতে যেভাবে ধরাশায়ী হয়েছে: পার্থ চট্টোপাধ্যায়


শনিবার,১৯/০২/২০২২
730

উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়া দত্ত এবং ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী জুঁই তালুকদারের জন্য রোড শো করলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। অশোকনগরের বনবনিয়া মহাশ্মশানের সামনে থেকে বনবনিয়া চৌমাথা পর্যন্ত বাইপাস রোড ধরে বিশাল শোভাযাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দুই প্রার্থী জয়া দত্ত ও জুঁই তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী, ধীমান রায়, সমীর দত্ত প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

তৃণমূলের মহাসচিব জানান, “বিরোধীরা আগের ভোট গুলোতে যেভাবে ধরাশায়ী হয়েছে এবারে ১০৮ টি পৌরসভার ভোটে ধরাশায়ী হবে। যারা এখনও নির্দল বা অন্য দলে তৃণমূল ছেড়ে প্রার্থী হয়েছেন তাদের আজ সন্ধ্যার মধ্যে লিফলেট ছড়িয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে হবে। না হলে আগামীকালই জেলা অফিস থেকে তাদের বহিষ্কার করা হবে”। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উষ্কানীমূলক” হাত গরম করা” কথা সম্পর্কে তিনি বলেন ওরা ছবি হয়ে যাবে ,মানুষের কথা বলুন এরা মানুষের কথা বলেন না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট