ভোটের সামনে ইডি সিবিআই দিয়ে কিছু হবে না: গোলাম রব্বানী


রবিবার,২০/০২/২০২২
629

“রাজ্যের ১০৮টি পৌরসভায় আমরা জিতব, বাংলার মানুষ বিজেপিকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দিয়েছে তাই ভোটের সামনে ইডি সিবিআই দিয়ে কিছু হবে না” ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী আইনজীবী গুরুদাস সাহার সমর্থনে ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করেন গোয়ালপোখরের তৃনমুল বিধায়ক তথা রাজ্যের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী। পাশাপাশি এদিন ইসলামপুরের রাজনৈতিক মহলে শাসকদল তৃনমূলে বহুল চর্চিত দুই চরিত্র করিম-রব্বানীকে একই ফ্রেমে দেখতে পেয়ে দলীয় কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছাস লক্ষ্য করা যায়। এদিন ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নবাব চক থেকে আলীনগর পর্যন্ত পায়ে হেঁটে দলীয় প্রার্থী গুরুদাস সাহার সমর্থনে প্রচার করেন মন্ত্রী গোলাম রব্বানী এবং প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। ভোট প্রচারের মাঝেই তৃনমুল প্রার্থী গুরুদাস সাহার স্ত্রী তথা প্রাক্তন কাউন্সিলর কবিতা সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এই পরিস্থিতিতে ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার থমকে পড়ে। কার্যত মানসিকভাবে ভেঙে পড়া দলীয় কর্মীদের পাশাপাশি প্রার্থী গুরুদাস সাহার মনোবল চাঙ্গা করতেই তৃনমূলের এই দুই জনপ্রিয় নেতার পদার্পন বলে মনে করছে বিভিন্ন মহল। ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে করিম-রব্বানী দ্বন্দ্ব কারোরই অজানা নয়। সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে দুজনে একসাথে প্রচারে নামলেন। এই বিষয়ে করিম সাহেব তেমন কিছু না জানালেও গোলাম রব্বানী বলেন, করিম সাহেব আমাদের জেলার সিনিয়র লিডার আমার বাবার বন্ধু আমার ওনার সাথে কোনও দ্বন্দ্ব নেই। উনি আমাকে ডেকেছেন আমি এসেছি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট