বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত


সোমবার,২১/০২/২০২২
2975

গত শতাব্দীর বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৯১। বয়স জনিত নানা রোগে কিছুদিন অসুস্থ ছিলেন। সলিল চৌধুরীর প্রিয় তিন ছাত্রের মধ্যে অভিজিৎবাবু অন্যতম। বাকি দুজন – অনল চট্টোপাধ্যায় ও প্রবীর মজুমদার আগেই প্রয়াত হয়েছেন। ছয়ের দশকে একের পর এক সুপার হিট বেসিক ও সিনেমার গানের মধ্য দিয়ে তিনি বাংলা সংগীত জগতে নিজের স্থান পাকা করে নেন। ৬ -এর দশকে তাঁর সুর করা প্রথম ছবি ‘ অশ্রু দিয়ে লেখা’ র ” ও রূপালী ও সোনালী ” গানটি সবার মন জয় করেছিল। এরপর জীবন রহস্য, তিলোত্তমা, রাজবধূ, সেলাম মেমসাহেব প্রভৃতি ছবিতে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। জীবন রহস্য ছবি-র ‘ ও পাখি উড়ে আয়’, ‘ যদি কানে কানে কিছু’, ‘ কে তুমি’, ‘ পৃথিবী তাকিয়ে দেখ’, তিলোত্তমা ছবির ‘ রঙ শুধু দিয়েই গেলে’, সেলাম মেমসাহেব ছবির ‘ ঝরণা ঝর ঝরিয়ে’, ‘ ফুলে ফুলে বঁধু’ আজও সমান জনপ্রিয়। জনপ্রিয় বেসিক গানের মধ্যে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ‘ এমন একটা ঝড় উঠুক’, ‘ সবাই চলে গেছে’, শ্যামল মিত্রর গাওয়া ‘ হংসপাখা দিয়ে’, সুবীর সেনের কন্ঠে ‘ নয় থাকলে আরও কিছুক্ষণ ‘, ‘ সারাদিন তোমায় ভেবে’ হৈমন্তী শুক্লার গাওয়া ‘ এখনও সারেঙ্গীটা বাজছে’ প্রভৃতি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট