ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতে ভারত পুরুষদের আইসিসি T-20 রাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে।ছয় বছর পর ভারতের টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে প্রথম স্থানটি দখল করল। এর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৬য় টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থানে উঠেছিল ভারত। রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ভারত আবার শীর্ষে উঠে এলো।
ভারত পুরুষদের আইসিসি T-20 রাঙ্কিংয়ে শীর্ষস্থানে
সোমবার,২১/০২/২০২২
573