জালে উঠে এলো বহু মূল্যের শতাধিক তেলে ভোলা মাছ


মঙ্গলবার,২২/০২/২০২২
636

বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এলো বহু মূল্যের শতাধিক তেলে ভোলা মাছ। সোমবার রাতে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে ১১৪টি তেলে ভোলা মাছ বিক্রি হল ৬০ লক্ষের বেশি টাকায়। ৮০টি স্ত্রী মাছের দাম ছিল সবচাইতে বেশি। এর মধ্যে দুটি তেলে ভোলার ওজন ছিল ৪০ কেজি ও ৩২ কেজি। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। এদিন কেজি প্রতি তেলে ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা। গত শনিবার বিকেলে কাকদ্বীপের এফবি গিরিবালা নামের একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল পাতে। সেই জালে ওঠে মাছগুলি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট