সহানুভূতির বদলে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে : পার্থ চট্টোপাধ্যায়


মঙ্গলবার,২২/০২/২০২২
556

সহানুভূতির বদলে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নানা ধরনের ওঠা প্রশ্নের সামগ্রিক তদন্তের জন্য সিট গঠন করেছেন। আনিস মৃত্য কান্ডে এই প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল মানুষের পাশে থেকে রাজনীতি করে। মানুষের বিপদে পাশে দাঁড়ায়। ঘোলা জলে রাজনীতি করে না। আনিসের পরিবারের কাছে তিনি আবেদন রাখেন, ভরসা রাখুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। অন্যায় অবিচার হলে তার প্রতিকার হবেই। ঘটনায় যেই জড়িত থুকুক না কেন তার চিহ্ণিত করে শাস্তির ব্যাবস্থা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা দোষী সনাক্ত হয়ে হয়ে শাস্তি পাক তা সিট গঠনের মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন। সিট তদন্ত শুরু করেছে। পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে। নিরপক্ষ তদন্ত করে দোষি শাস্তি পাক সে দিকেই তো এগোচ্ছে।
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। ‘ওকে মালা পড়ে ঘুরতে বলো’। প্রতিদিন রিং মাস্টারের মত কথা বলছে। জনগনের সঙ্গে যোগাযোগ নেই। মানুষের অন্তরে নেই। শুধু ভেসে থাকার জন্য সব কিছুতে খুঁত ধরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট