১২ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন কর্বেভ্যাক্স


মঙ্গলবার,২২/০২/২০২২
448

১২ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন কর্বেভ্যাক্স জরুরী ভিত্তিতে প্রয়োগ করতে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআই অনুমোদন দিয়েছে। হায়দ্রাবাদ ভিত্তিক বায়োলজিক্যাল এর তৈরি কর্বেভ্যাক্স হলো দেশে তৈরি প্রথম রিসেপ্টর বাইন্ডিং ডোমেন প্রোটিন সাব ইউনিট কোভিড ভ্যাকসিন। গত ডিসেম্বর মাসে বয়স্কদের দেবার জন্য এই টিকা অনুমোদন পেয়েছিল। কর্বেভ্যাক্স, ২৮ দিন অন্তর প্রয়োগ করা হবে এবং ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট