জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে আজ ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা শুরু হল।২২থেকে ২৮ শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী” বিজ্ঞান সর্বত্র পূজ্যতে” নামে একটি বিশেষ কার্যক্রমে “মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান” শীর্ষক অনুষ্ঠান করা হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ইঞ্জনিয়ারিং কলেজে, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জনিয়ারিং কলেজের উদ্যোগে জলপাইগুড়ি জেলা সহ দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিজ্ঞান মডেল প্রতিযোগিতা শুরু হয়েছে।
ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা শুরু
বুধবার,২৩/০২/২০২২
584