পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আজ থেকে পশ্চিম মেদিনীপুরের পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুল ময়দানে “বাংলা মোদের গর্ব” শীর্ষক অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় স্বসহায়ক দলগুলির দ্রব্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা, স্থানীয় শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অধীন লোকশিল্পী এবং অন্যান্য শিল্পীদের সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উপভোক্তাদের কাছে প্রদর্শনীর মাধ্যম তুলে ধরা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাক্তার রশ্মি কমল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
Auto Amazon Links: No products found.