বিপজ্জজনক বাড়িগুলিতে,পুরসভার তরফ থেকে চিহ্নিত করতে ‘বোর্ড’


শুক্রবার,২৫/০২/২০২২
1474

কলকাতায়, বিপজ্জজনক বাড়িগুলিতে,পুরসভার তরফ থেকে চিহ্নিত করতে ‘বোর্ড’ লাগানো হয়েছে। ‘বিপজ্জজনক বাড়ি’ লেখা বোর্ড, ওইসব বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরসভার মাসিক অধিবেশনে ২৬নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের এক প্রশ্নের জবাবে মেয়র ফিরহাদ হাকিম গতকাল একথা জানিয়ে বলেন, পুরসভার তরফে চিহ্নিত ‘বিপজ্জনক বাড়ি’গুলিতে, এখনো লোক বসবাস করছেন।ওইসব বাড়ি থেকে বাসিন্দাদের সরানোর কোনো আইন, পুরসভার হাতে নেই । পুরআইন সংশোধনের জন্য , পুর ও নগর উন্নয়ন দপ্তরের কাছে এ’ব্যাপারে লিখিতভাবে জানানো হয়েছে বলেও, মেয়র জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট