জলবায়ুর প্রভাবের সুন্দরবনের জনজীবনের ব্যাপক প্রভাব পড়েছে। দু’দিনের সফরে তা সরজমিনে ঘুরে দেখলেন কলকাতার ফরাসি রাষ্ট্রদূত কনসাল জেনারেল দিদিয়ে তালপ্যাঁ। সঙ্গে ছিলেন পরিবেশবিদ জয়ন্ত বসু। বৃহস্পতিবার গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির সহ নদী ও সমুদ্র তীরবর্তী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। আজ দুপুরে তিনি সাগরের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা যান। এই দ্বীপটি ক্রমশ ভাঙছে। এখানকার বাসিন্দারা পরিবেশ উদ্বাস্তু হচ্ছে প্রতিনিয়ত। দ্বীপের বাসিন্দাদের নানান দুর্ভোগের কথা শোনেন ফরাসি রাষ্ট্রদূত। ভবিষ্যতে ফ্রান্স সরকার সুন্দরবনের উন্নয়নে নানারকম সাহায্য করতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সেক্ষেত্র দুদিনের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জলবায়ুর প্রভাবের সুন্দরবনের জনজীবনের ব্যাপক প্রভাব
শুক্রবার,২৫/০২/২০২২
595