ইউক্রেনে আটকে পরেছে হুগলীর আরামবাগের ছাত্র দেবার্ঘ্য পোড়ে। ইউক্রেনের lviv শহরে Danylo Halytsky Lviv National Medical University Ukraine তে ডাক্তারি পড়তে যায় ২০২১ সালে। প্রথম বর্ষের ছাত্র দেবার্ঘ্য। যুদ্ধ বিদ্ধস্থ ইউক্রেনে আটকে পড়ায় গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বাবা-মা কোনরকমে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আরামবাগ পৌরসভার ১নং ওয়ার্ডের বৃন্দারামপুর এলাকার বাসিন্দা বাবা আশিষ পোড়ে, মা কৃষ্ণা পোড়ে।
Auto Amazon Links: No products found.