ময়নাগুড়ি এবং মাল পুরসভার ভোটের প্রস্তুতি শুরু


শনিবার,২৬/০২/২০২২
452

আগামীকাল জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মাল পুরসভার ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। আজ ইভিএম এবং ভোটের সরঞ্জাম নিতে DCRC গুলিতে এসে পৌঁছেছেন ভোট কর্মীরা। বুথগুলিতে কোভিড বিধি মেনে ভোট নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ১৭১টি বুথেই সিসিটিভি থাকছে। জলপাইগুড়ি প্রসন্ন মহিলা মহাবিদ্যালয়ে DCRC’তে ভোটকর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে রওনা হচ্ছেন। মোট ভোটার ১লাখ ২৪হাজার ৩৬৮জন। তিনটি পুরসভার মোট ১৭১টি বুথে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ময়নাগুড়ি পুরসভা গঠনের পর এই প্রথম সেখানে পুরভোট হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট