ইউক্রেনে আটকে মালদার পড়ুয়া বিবেক চন্দ্র দে। ওই ছাত্র ডাক্তারি পড়তে ইউক্রেনের খারকিভ শহরে গিয়েছে। বিবেক চন্দ্র দে, ভি এন খারাজেন খারকিভ ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। সে মালদা ইংরেজ বাজার থানার কতুবপুর এলাকা বাসিন্দা। চলতি বছরের মার্চে আসার কথা ছিল। মাঝে মাঝে ভিডিও কলে কথা হচ্ছে। তাঁর পরিবার ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা শাসকের দপ্তরে ছেলেকে ফিরিয়ে আনতে আর্জি জানিয়েছেন।
ইউক্রেনে আটকে মালদার পড়ুয়া বিবেক চন্দ্র দে
রবিবার,২৭/০২/২০২২
1748

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: