যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, এ পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের ১৯৯ জন বাসিন্দার তথ্য বিদেশ মন্ত্রককে দেওয়া হয়েছে।তাঁদের যাতে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনা হয় সে সম্পর্কে অনুরোধ জানানো হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের রেসিডেন্ট কমিশনারের তরফে বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান আজ রাতেই রাজ্যের কয়েকজন পড়ুয়া দিল্লি এবং মুম্বইতে পৌঁছাবেন। রাজ্য সরকার তাদের বিমানের টিকিট সহ বাড়ি ফেরানোর সমস্ত খরচ বহন করছে। আটকে থাকা পড়ুয়াদের পরিবারের সঙ্গেও রাজ্য সরকারের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পড়ুয়াদের বাড়ি ফিরতে সহায়তা করার জন্য দমদম বিমানবন্দরে বিশেষ সাহায্যকারী দল মোতায়েন করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার৷কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷প্রশাসনিক সূত্রে খবর শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্য সরকারের বিশেষ হেল্পলাইনে ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের পরিবারের তরফে ১৫০ জনের বেশি ফোন এসেছে।

Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More