সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলো ডায়মন্ডহারবার পৌরসভার 16 টি ওয়ার্ডের, সকাল থেকেই প্রত্যেকটি ওয়ার্ডে মানুষের নজরকাড়া ভিড়। পুলিশ প্রশাসনের তৎপরতায় সার্বিকভাবেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ডায়মন্ডহারবার পৌরসভার ভোট গ্রহণ পর্ব। কিন্তু তার মাঝেই দেখা গেল সম্প্রীতির ছবি, ডায়মন্ডহারবার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রণব কুমার দাস অন্যদিকে সিপিএমের হয়ে প্রতিনিধিত্ব করছেন সুব্রত বোস এবং বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছেন শুকদেব দাস। যেখানে অন্য জায়গায় ভোট নিয়ে এত দলাদলি মারামারি সেখানেই দেখা গেল এই তিন প্রার্থী সকাল থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মানুষের সার্বিক অধিকার প্রয়োগের সহযোগিতা করছে। পাশাপাশি ঠিক একই ছবি দেখা গেল ডায়মন্ডহারবার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সেখানেও সম্প্রীতির বার্তা নিয়ে তৃণমূল-বিজেপি প্রার্থী একসাথে সকাল থেকেই মানুষের ভোট গ্রহণে এগিয়ে এসেছেন। তাদের দাবি একটাই যেই ভোটে জিতুক না কেন মানুষের পাশে থেকে তারা কাজ করতে চায় একসাথে।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলো ডায়মন্ডহারবার পৌরসভার 16 টি ওয়ার্ডে
রবিবার,২৭/০২/২০২২
466

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: