ফের অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন।মৃণালিনী আনন্দ পাঠশালা গেটের সামনে বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে বচসা বাঁধে। তারা পাঠভবনে ক্লাস চলাকালীন ঢুকে পঠন-পাঠন বন্ধ করে দেয়। অবিলম্বে হস্টেল খোলা, অনলাইন পঠন-পাঠন করিয়ে অফলাইন পরীক্ষা না নেওয়া, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো সহ একাধিক দাবিতে SFI ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা যৌথভাবে এই আন্দোলনে নেমেছে।
ফের অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন
সোমবার,২৮/০২/২০২২
767