শৈব তীর্থ হুগলীর তারকেশ্বরে শিবরাত্রি উপলক্ষে তারকনাথ মন্দিরে পুজো দিতে ভক্তদের উপচে পড়া ভীড়।খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ।করোনার জন্য দীর্ঘ দু বছর পর মন্দিরের গর্ভ গৃহে প্রবেশে ভক্তদের ছাড়।এতদিন মন্দির খোলা থাকলেও করোনার জন্য ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না।গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতেই জল ঢালতে হতো ভক্তদের।আজ সকাল থেকে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পেরে খুশি।শিবরাত্রি উপলক্ষে আজ তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকবে।
হুগলীর তারকেশ্বরে শিবরাত্রি উপলক্ষে উপচে পড়া ভীড়
মঙ্গলবার,০১/০৩/২০২২
448

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: