যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরল তৃতীয় বর্ষের ছাত্র


শুক্রবার,০৪/০৩/২০২২
695

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরল তৃতীয় বর্ষের ছাত্র পিন্টু কুমার পাসোয়ান।নিতুড়িয়ার শালতোড় গ্ৰাম পঞ্চায়েতের পারবেলিয়া নিউ কলোনির বাসিন্দা এই পড়ুয়া ইভানো ফ্রাঙ্কিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস-এর ছাত্র ছিলেন। ভারত সরকারের নির্দেশ মতো ইভানো থেকে বাসে সে প্রথমে রোমানিয়া বর্ডার পৌঁছায়।সেখান থেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, ১৬ ঘণ্টা তাকে অপেক্ষা করতে হয়।এরপর এয়ার ইণ্ডিয়ার বিমানে দিল্লী পৌঁছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা ভবনে একদিন থাকতে হয় তাকে। পরে বিমানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রাঁচি পৌঁছায় পিন্টু। নিতুড়িয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিক সুব্রত মন্ডল আজ রাঁচি বিমানবন্দর থেকে তাকে সঙ্গে নিয়ে ঘরে ফেরেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট