যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে ইউক্রেন থেকে বাড়িতে ফিরলো আলিপুরদুয়ার জংশনের লেনিন কলোনির ডাক্তার পড়ুয়া গৌরব মাঝি। সে ২০২০ সালে ডাক্তারি পড়তে যায় ইউক্রেনে। এরপর গতকাল রাতে বাড়িতে আসার পর তাঁর সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। ছেলে ঘরে ফেরার খুশি তার বাবা-মাও। এজন্য গৌরবের বাবা প্রদীপ মাঝি ভারত ও পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.