করোনা অতিমারির জেরে একবছর বন্ধ থাকার পর রাজ্যে আজ এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। কোভিডের প্রকোপ অনেক কমে এলেও সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের মাস্ক পরতে হবে,সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। পরীক্ষার্থীদের বসতে হবে দূরত্ব বিধি মেনে।বেলা পৌনে বারোটায় প্রশ্নপত্র দেওয়া হবে। পড়ার জন্য সময় মিলবে পনেরো মিনিট। পরীক্ষা চলবে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পনেরো মিনিট পর্যন্ত ছাত্রছাত্রীরা হলের বাইরে বেরোতে পারবে না বলে মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে।
আজ এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু
সোমবার,০৭/০৩/২০২২
471

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: