নির্বাচন কমিশন ভোটের দিন পরিবর্তন না করায়, রাজ্য সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘন্টে কিছু বদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে, পরিবর্তিত সময়সূচী ঘোষণা করেন। দোসরা এপ্রিল শুরু হয়ে, এবারের উচ্চমাধ্যমিক শেষ হবে ২৭শে এপ্রিল। মাঝে বেশ কিছুদিন ছুটি থাকছে। JEE-মেইন এবং রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের কথা মাথায় রেখে এই সূচী তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।দোসরা এপ্রিল হবে প্রথম ভাষার পরীক্ষা, চৌঠা এপ্রিল দ্বিতীয় ভাষা এবং ৫’ই এপ্রিল ‘ভোকেশনাল’ বিষয়ের পরীক্ষা হবে। এরপর ১০ দিনের বিরতি।


Auto Amazon Links: No products found.