বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার বিজেপি বিধায়কের আনা স্বাধিকারভঙ্গের নোটিস রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন তাঁকে আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আজ সেই স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রিভিলেজ কমিটি ওই অভিযোগ খতিয়ে দেখবে।
Auto Amazon Links: No products found.