ঋতুরাজ বসন্তে, প্রকৃতি সেজে ওঠে অপরূপ সাজে। প্রকৃতির সেই সাজে ভিন্ন মাত্রা যোগ করে শিমুল ফুল। পশ্চিমবঙ্গে বসন্তকালে সাধারণত লাল শিমুল ফুল দেখতে পাওয়া যায়। কিন্তু হলুদ রঙের শিমুল ফুল একটি বিরল শ্রেণীর বস্তু।পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের বড় বরোজ এলাকার হাজরাপাড়াতে এই রকমই একটি বিরল শ্রেণীর হলুদ শিমুল ফুলের গাছকে কেটে ফেলার আগেই গাছটিকে রক্ষা করেছেন রাজ্য সরকারের বনদপ্তরের আধিকারিকরা। ফলে প্রকৃতির বৈচিত্র্য রক্ষা পেয়েছে।অন্যদিকে, যে পরিবারের জমিতে এই গাছটি রয়েছে, সেই পরিবারের এক সদস্যা জানান, তাঁরা জানতেন না, গাছটি বিরল শ্রেণীর বলে। এখন গাছটি কেটে ফেলার থেকে বিরত হয়েছেন। এই ফুলের বীজ সংরক্ষণ করার জন্যও তাঁরা উদ্যোগী হবেন।
ঋতুরাজ বসন্তে, প্রকৃতি সেজে ওঠে অপরূপ সাজে
বৃহস্পতিবার,১৭/০৩/২০২২
2948

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: