পানিহাটির কাউন্সিলার অনুপম দত্তের খুনের ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়বে বলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন। আজ একটু আগে সাংবাদিকদের তিনি জানান, তদন্ত যতটা এগিয়েছে তাতে অনেক তথ্য প্রমাণ সামনে এসেছে। ২০২০ সাল থেকেই অনুপম ও এক অভিযুক্তের মধ্যে দ্বন্দ চলছিলো সেই সম্পর্কিত তথ্যও উঠে এসেছে। অতীতের এই ঘটনা ও তথ্যগুলো বিশ্লেষণ করে নানান কোন থেকে খুনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ আজ করা হবে বলে মনোজ ভার্মা জানান।
Auto Amazon Links: No products found.