হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে দুর্নীতি, কালোবাজারির অভিযোগে আজ জলপাইগুড়ি রানীনগরে ৩১, নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আলুচাষীরা। এরফলে অবরুদ্ধ যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। শিলিগুড়ি-জলপাইগুড়ি যাতায়াত বিপর্যস্ত হয়, নিত্য যাত্রীরা থেকে ছাত্র-ছাত্রীরা নাকাল। চাষীদের অভিযোগ আলুর বন্ড নিয়ে প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোন কাজ হচ্ছে না। আলু জমিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ হিমঘরের বন্ড মিলছে না।
হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে দুর্নীতি ?
শুক্রবার,২৫/০৩/২০২২
762

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: