হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে দুর্নীতি, কালোবাজারির অভিযোগে আজ জলপাইগুড়ি রানীনগরে ৩১, নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আলুচাষীরা। এরফলে অবরুদ্ধ যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। শিলিগুড়ি-জলপাইগুড়ি যাতায়াত বিপর্যস্ত হয়, নিত্য যাত্রীরা থেকে ছাত্র-ছাত্রীরা নাকাল। চাষীদের অভিযোগ আলুর বন্ড নিয়ে প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোন কাজ হচ্ছে না। আলু জমিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ হিমঘরের বন্ড মিলছে না।
Auto Amazon Links: No products found.