বীরভূমের নানুর থানা এলাকায় অবৈধভাবে মজুত রাখা বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটলো নানুর থানার পুনরা গ্রামে। একটি বাড়ির পিছন থেকে মাটির মধ্যে একটি ড্রামের মধ্যে এই বোমাগুলি মজুত রাখা হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে নানুর থানার পুলিশ।
অবৈধভাবে মজুত রাখা বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য
শুক্রবার,০৮/০৪/২০২২
420

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: