কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন, আমেরিকার সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন। মার্কিন সেনেটে তাঁর নিযুক্তির পক্ষে ৫৩টি ভোট পড়েছে, বিপক্ষে যায় ৪৭টি ভোট। এই প্রথম কোন আফ্রিকি-আমেরিকান মহিলা সেদেশে সুপ্রিম কোর্টে উন্নীত হলেন। রাষ্ট্রপতি জো বাইডেন, জ্যাকসনের নিয়োগকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।
আমেরিকার সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি
শুক্রবার,০৮/০৪/২০২২
1171