প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও ভালো করতে সরকার নিরলসভাবে কাজ করছে। লক্ষ্য, নাগরিকদের সুলভে উন্নতমানের চিকিৎসা সুনিশ্চিত করা। প্রত্যেক ভারতীয় এদেশে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প আয়ুষ্মান ভারত-কে নিয়ে গর্ব বোধ করে। বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রী গতকাল ট্যুইট করে সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি বলেছেন, এইদিনটি, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। কারণ তাদের কঠোর পরিশ্রমই পৃথিবীকে সুরক্ষিত রেখেছে। প্রধানমন্ত্রী বলেছেন, গত ৮ বছরে মেডিকেল শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। অনেক নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। স্থানীয় ভাষায় ডাক্তারি পড়ার সুযোগ করে দিতে তার সরকারের প্রয়াস, অগণিত তরুণের চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করবে।
লক্ষ্য, নাগরিকদের সুলভে উন্নতমানের চিকিৎসা সুনিশ্চিত করা : মোদী
শুক্রবার,০৮/০৪/২০২২
252

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: