আসন্ন আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে ববি, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তার আগেই আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক তারকা থেকে শুরু করে বড় মাপের নেতা মন্ত্রীদের আগমন ঘটছে আসানসোলে। লক্ষ একটাই আর সেটা হল জয়লাভ।শাসক বিরোধী সব রাজনৈতিক দলের মধ্যে এমন দৃশ্য দেখা যাচ্ছে। আজ আসানসোল লোকসভা উপ নির্বাচনের প্রচারে এসে আসানসোলের উত্তর বিধানসভা এলাকার এক বেসরকারি হোটেলে ইফতার পার্টি করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ( ববি হাকিম)
প্রচারে এসে আসানসোলের উত্তর বিধানসভা এলাকার এক বেসরকারি হোটেলে ইফতার পার্টি
শুক্রবার,০৮/০৪/২০২২
578