সেরাম ইনস্টিটিউট বেসরকারি হাসপাতাল থেকে দেওয়ার জন্য কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম সংশোধন করেছে। এখন থেকে একটি ডোজের দাম পড়বে ২২৫ টাকা। এর আগে তা ছ’শো টাকা করে ধার্য হয়েছিল। সেরাম ইনস্টিটিউট এর CEO আদার পুনেওয়ালা আজ এক টুইট বার্তায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম সংশোধন
শনিবার,০৯/০৪/২০২২
485